কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
দৈনিক জালালাবাদের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল জলিলের পিতা ইন্তাজ আলী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
শুক্রবার শবেবরাত দিবাগত রাত্রে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
শনিবার দুপুর ২ টায় স্থানীয় নারাইনপুর জামে মসজিদে মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। যানাজায় সকল শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আব্দুল জলিলের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এক শোকবার্তায় ক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।