কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া ডাকঘর এলাকার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো করা হয়েছে।
নিহতের নাম সুমন মিয়া(৩২) সে কোম্পানীগঞ্জ উপজেলার ভাগারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় শারপিন গ্রামের রাসেল মিয়া (২৫) ও নোয়াকোট গাংপাড় গ্রামের দুলাল মিয়া(৩০) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়।
নিহতের স্ত্রী জানান, দুপুর দুই ঘটিকার সময় মোটরসাইকেল যুগে ভোলাগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল সুমন মিয়া। কিছুক্ষণ
পর ফোনে খবর পান উনার স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাৎক্ষণিক পরিবারের সবাইকে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। নিহত সুমন মিয়ার দুইটি শিশু সন্তান সন্তান রয়েছে,
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের সুরতহাল করেন কোম্পানিগঞ্জ থানার এস আই সজীব। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।