কোম্পানীগঞ্জ প্রতিনিধি
উন্নত যত্রী সেবার অঙ্গীকার নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে উদ্বোধন হলো মামুন এসি ও ননএসি চেয়ারকোচ বাস সার্ভিস। যাত্রী সেবার মান চিন্তা করে এবং কোম্পানীগঞ্জ বাসীর ভালো মানের বাস সার্ভিস দিবে নতুন এই মামুন বাস কাউন্টার।
আজ ৫ ই নভেম্বর বিকাল ৪ টা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে মিলাদ মাহফিল ও ফিতা কেটে বাস কাউন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুকের বাজার ব্যবসায়ী সমিতির ভারপাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুতাহের (মেম্বার), প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল খায়ের (মাস্টার), বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার আমীর মাওলানা ফয়জুর রহমান , টুকের বাজার ব্যবসায়ি মিজানুর রহমান ( সাবেক মেম্বার), পারুয়া কলেজের প্রভাষক মো: বরকত উল্লাহ, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ এর সহ সভাপতি আতাউর রহমান মিলন,ব্যবসায়ি শাহজাহান , টুকের বাজার মামুন।
বাস সার্ভিস এর পরিচালক- কামরুল জামান (কালন) পরিচালক- জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ি ধন মিয়া, সিলেট সালুটিকর কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট বাস মিনি বাস, সালুটিকর উপ- কমিটির,, সভাপতি – শফিক মিয়া সহ-সভাপতি সম্পাদক মহিব মিয়া যুগ্ন সম্পাদক সাদক আলী, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, কোষাধক্ষ হারুন মিয়া,সদস্য জলীল মিয়া, আহসান হাবিব পলাশ প্রমুখ।
কোরআন থেকে তেলাওয়াত করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর মোয়াজেম, হাফেজ ছগির আহাম্মদ, দোয়া ও মুনাজাত করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা মাসুদুর রহমান।
মামুন এসি, ননএসি ও সার্ভিস এ যে সব স্টপিজে গাড়ি যাত্রী সেবা দিবে কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজার হইতে সিলেট- বিশ্বরোড- নরসিংদী- ঢাকা সায়েদাবাদ, বাড্ডা নতুন বাজার কুড়িল বিশ্বারোড – এয়ারপোট- আব্দুল্লাহপুর- টঙ্গী- চেরাগ আলী- বোর্ড বাজার- সাইনবোর্ড- গাজিপুর চৌরাস্তা – রাজেন্দ্রপুর চৌরাস্তা- মাষ্টার বাড়ি- হুতাপাড়া- বাঘের বাজার- মাওনা চৌরাস্তা পযন্ত সার্ভিসটি সকালে ও রাতে চলবে.
আগ্রীম টিকেক ও প্রয়োজনে টুকের বাজার কাউন্টার যোগাযোগ করা যাবে এই নাম্বারে :- ০১৯৮৮-৭৫৯১৭৫/ ০১৭৭২-১৮০৩০৯