কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শরীফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান আহমদ।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল হক, থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার, উপজেলা আইসিটি কর্মকর্তা মুহাম্মদ নাঈম হাসান, উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক অসিত চন্দ্র দাস প্রমুখ।
সভায় বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।