কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক মহিলার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার দয়ার বাজার এলাকার বালুচর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহিলা ছালেখা বেগম (৫২) বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জননী।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার (ওসি) হিল্লোল রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ভোর ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলা কাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও পিবিআই ঘটনাস্থলেই রয়েছে।