কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার পহেলা রমযান তারাবি নামাজ চলাকালীন অবস্থায় মোঃ আব্দুন নুর ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া গ্রামের বাসিন্দা।
মরহুমের ছেলে ফখরুল ইসলাম নোমান জানিয়েছেন
শুক্রবার পহেলা রমযান রাত ৮ ঘটিকার সময় স্থানীয় লামাপাড়া জামে মসজিদে তারাবিহ নামাজে
দাঁড়ানো অবস্থায় তিনি মসজিদে ঢলে পড়েন। এ সময় তাঁর ছেলে ও মুসল্লিরা তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি। । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ৪ছেলে ১মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও গভর্নিং বডির প্রাক্তন সদস্য ছিলেন।
শনিবার বাদ যোহর পাড়ুয়া শাহী ঈদগাহ মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মুরব্বি আব্দুন নুুর এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান এক শোক বার্তায় বলেন, মরহুম আব্দুন নুর একজন সহজ সরল সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।