কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ উপজেলার কামাল বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পদ্ম বিশ্বাস ও প্রাক্তন প্রধান শিক্ষক শামসুল ইসলামের অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং।
ইউপি সদস্য ফারুক আহমেদের সভাপতিত্বে ও মনুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খসরুজ্জামান ও সাংবাদিক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কামালবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মা, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, রণিখাই হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালাম, সাবেক সহকারি শিক্ষিকা সনজিতা সিনহা।
উপস্থিত ছিলেন সাচ্চা মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল গাফ্ফার, মোঃ সেলিম, মোঃ আহমেদ আলী, এসআরএইচ মিশু, অলিউর রহমান প্রমুখ।