মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ মঙ্গলবার (৬ জুলাই) সকালে তিনি পৌরসভার মহিষখোলা এলাকার নারী নেত্রী রাবেয়া ইউসুফের বাড়ির পশ্চিম পাশের জলাবদ্ধতা নিরসনের জন্য দেখতে যান। এসময় তিনি কোমর পানির মধ্য দিয়ে হেটে হেটে আলাদাতপুর পাসপোর্ট অফিস এলাকায় চলে যান। আধা কিলোমিটার পথ পানির ভীতর দিয়ে হেটে যান এবং জলাবদ্ধতার বাস্তব চিত্র দেখতে পান।
মেয়র আঞ্জুমান আরা এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ভুক্তভোগী নাগরিকদের সাথে আলোচনা করেন।
এসময় মেয়র আঞ্জুমান আরা বলেন, ‘ আমি মাত্র সাড় তিনমাস পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি। এর পর থেকে রাস্তাঘাটের উন্নয়নে কাজ শুরু করি। পরে অবিরাম বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নড়াইল পৌরসভায় ৫৫ কিলোমিটার ড্রেনের প্রয়োজন। সেখানে আছে মাত্র ৩ কিলোমিটার ড্রেন। সে কারনে আপাতত জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনগুলি পরিষ্কারের পাশাপাশি অস্থায়ী নালা কেটে জলাবদ্ধতা দূর করার চেষ্টা চলছে।
পাশাপাশি নতুন করে ড্রেন করে পৌর এলাকার জলাবদ্ধতা দুর করা হবে বলে আশ্বাস দেন।