মোহাম্মদ সায়েস্তা মিয়া (০৫/১১/২০১৬ ইং)
বাতাসে উড়িয়ে কেশ কেন নিরুদ্দেশ?
তোমার কেশে লুটোপুটো খায় আমার মন।
সারিন্দাহীন গান গায় অন্তর- নেই পৌষ-
নেই চৈত্রের উত্থাপ।
কিংবা এক ফুটো বিষ নয় যেনো অতই সরাব।
তুমি কি জান-না ছব্বিশ ঘন্টা হাতুড়ি পিঠে স্বপ্ন।
কার্তিকের আমন মাঠে ধান দোলানো বাতাসের মত।
দিগন্ত ছুয়ে দেখার তাড়া, ফেরারী যাযাবরের ঘর ফেরা-এইতো ভাবা যেন পিরিতের সুতোয় টান পড়লো।
সাতপাকে বেধে শুইবো তোমার বুকে-নচেৎ তুমি আমার বাহুতে।
মরিচিকার মৃত্যু দিয়ে এ বাহুডোর জোছনায় স্নিগ্ধ হবে।
উল্লাস হবে হানিমুনে, অথবা পর-পার পর্যন্ত।
এপার ওপারে ও আর খুলবেনা গিট্টি -এ প্রেমের ঘটবে না কিয়ামত।।
তবে হায় !
অগ্রানের ধান মাড়াই আমার বুকে আজও বারো মাস।
যন্ত্রণা জনম জন্মান্তর। বাতাসের খামচানোয় ছিন্ন-ভিন্ন কেয়াপাতার শরীরের মত।
কেয়া পাতার কান্না অবিরাম- বসন্তহীন।
বসন্ত এলো বলেও আসে না -আসে দুনিয়া কাঁপানো সুনামি।
কেউ নেই হাত ধরার, প্রকট হিমে চাঁদর পরাবার – কি হাহাকার।ঝড় উঠেছে কেয়াবনের বালাখানায়।
তুমি না আসলে কাঁদবে কেয়াবন শ্রাবণ ধারায়।
Leave a Reply