মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সাড়া দিয়ে কৃষকের জমির ধান কেটে দিলেন নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটে যখন দিশেহারা সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের হতদরিদ্র কৃষক বৃন্দা বিশ্বাস। তখনই তার কাছে কাঁচি হাতে পৌঁছে যায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর নেতৃত্বে একদল নেতা-কর্মী, কৃষক বৃন্দা বিশ্বাসের অনুমতি নিয়ে তার ১৪ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আসেন তারা।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে সাড়া দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খানের অনুপ্রেরণায় আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা সব সময় অসহায়-দরিদ্র কৃষকের পাশে আছি।
সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা এবং গরীবের বন্ধু সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার অনুপ্রেরণায় আমরা অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি এবং সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে, যখনই অসহায় দরিদ্র কৃষকদের ডাক পড়বে, তখনই তারা যেনো তাদের পাশে দাড়াই, ধান কাটাসহ কৃষকের যে কোনো সমস্যাই তারা যেনো কৃষকের পাশে থাকে।