এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে যাচাই-বাছাইয়ে ৬ প্রার্থীর মধ্যে ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার।বৈধ প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজিউল ইসলাম, বিএনপির সমর্থিত প্রার্থী সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, স্বতন্ত্রপ্রার্থী আবু বকর সিদ্দিক, চরমোনাই সমর্থিত আব্দুল মজিদ এবং স্বতন্ত্রপ্রার্থী সাইদুল হাসান দুলাল। ৬জন প্রার্থীর মধ্যে মোস্তাফিজুর রহমান সাজুর মনোনয়নপত্র ত্রুটিজনিত কারণে বাতিল করা হয়। ৩ ডিসেম্বর আজ বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসের কনফারেন্স রুমে পৌর নির্বাচনে যাচাই-বাছাইয়ে মোস্তাফিজুর রহমান সাজুর মনোনয়ন পত্র বাতিল করেন-জেলা নির্বাচন অফিসার।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিবের কথা হলে তিনি জানান, ৫জনের কাগজপত্রে ত্রুটি না থাকায় তাদের বৈধ ঘোষণা করা হয়েছে। মোস্তাফিজুর রহমান সাজু কুড়িগ্রাম পৌরসভায় ঠিকাদারী পেশায় নিয়োজিত এবং চলমান উন্নয়ন কাজে যুক্ত থাকার কারণে তাঁর মনোনয়নপত্রটি নির্বাচন বিধিমালা অনুযায়ী বাতিল করা হয়েছে। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান সাজু নির্বাচন বিধিমালা অনুযায়ী ৩দিনের মধ্যে আপিল করতে পারবেন।