এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুবকর সিদ্দিক কে বহিষ্কার করছে কেন্দ্রীয় কমিটি।
জানাগেছে প্রথম ধাপে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা বিএনপির সহসভাপতি সহঃঅধ্যাপক শফিকুল ইসলাম বেবু। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুবকর সিদ্দিক। তার সাথে একাধিক বার মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলেও তিনি প্রত্যাহার করেননি। অবশেষে জেলা বিএনপির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
বিএনপি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিপু স্বাক্ষরিত পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।