এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
১৯৭১ সালে আজকের এই দিনে বাঙ্গালির ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তাঁর জাদুকরী ১৯ মিনিটের ভাষনে মুক্তিকামী বাঙ্গালির রক্তে আগুন জ্বালিয়ে দেন। সেই আগুনে জ্বলে ছারখার হয়ে যায় শত্রু শিবির, জন্ম হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের।
আজকের এই দিনে জেলা পুলিশের পক্ষ থেকে ইতিহাসের মহানায়ক,স্বাধীনতার মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার উর্ধ্বতন কর্মকতাদের সাথে নিয়ে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের কর্নধার পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব সৈয়দা জান্নাত আরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।