এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– আজ ২৭ অক্টোবর মঙ্গলবার কুড়িগ্রামের উলিপুর পৌর সভার মেয়র তারিক আবুল আলা চৌধুরীর বাসার গৃহকর্মী আল আমীন’র (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। সকালে আল আমীনের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় মেয়রের বাসার নিরাপত্তারক্ষী।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। আল আমীন চিলমারী উপজেলার ফকিরের হাট চড়ুয়াপাড়ার রফিকুল ইসলামে পুত্র বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদের জন্য একরামুল নামের অপর গৃহকর্মীকে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।