এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ রবিবার কুড়িগ্রামে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদ আল হামিদুজ্জামান ,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান,সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শহীদ জিয়ার নীতি ও আদর্শে সকলকে উজ্জীবিত হয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহবান জানান।
আলোচনাসভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মোঃ জামাল উদ্দিন।