এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬৮ কেজি গাঁজাসহ তিন’জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা ব্যাংকের দোলা (মাঝিটারী) গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে শাহ আলম (৩৫), নুর ইসলামের ছেলে বাবু মিয়া (২৪) ও রাজন বিশ্বাসের ছেলে রনজিত বিশ্বাস (৩২)।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে নাগেশ্বরী পৌরসভার বাবুরহাট বাহারবন্দ রুহুল আমিন মাস্টারের বাড়ি সংলগ্ন রাস্তায় গাঁজা নিয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে।