এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামে ৩৩ বোতল অফিসার চয়েস প্রেস্টিজ হুইস্কি মদসহ ২ জন মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রামের রাজিবপুরে ২২ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার জাউনিয়ার চর পূর্ব জালছিরা পাড়াস্হ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই গোলক চন্দ্র বর্মন এএসআই নুর সাদেক এ এস আই আব্দুর রউফ এএসআই বক্কর সিদ্দিক সঙ্গীয় কনস্টেবল সহ রাত্রি ২.৪৫ ঘটিকায় ধৃত আসামি (১) মো:হাবিবুর রহমান ওরফে হবি পিতা মৃত আলহাজ্ব বেলায়েত আলী (২) মো: সুমন (১৯) পিং মোঃ হাবিবুর রহমান উভয় সাং জাউনিযার চর পৃব জালছিরাপাড়া থানা রাজিবপুর জেলা কুড়িগ্রাম দের বসতঘরের ট্রাংকের ভিতর বিশেষ কায়দায় ৩৩ তেএিশ) বোতল অফিসার চয়েস প্রেস্টিজ হুইস্কি মদ সহ গ্রেফতারও মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয। বিষয়টি নিশ্চিত করেছেন রাজিপুর থানার অফিসার ইনচার্জ জনাব নবীউল হাসান।