এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামে এক হাজার অসচ্ছল হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বক্স বিতরণ করা হয়েছে। কিং সালমান হিউমনিটরিয়ান এইড এন্ড রিলিফ স্টারের অর্থায়নে বাংলাদেশে বসবাসরত ৮০ হাজার অসচ্ছল পরিবার এবং এফডিএমএন রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প ২০২১ এর আওতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় জেলার ১ হাজার অসচ্ছল পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রীর বক্স তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী। এসময় কিং সালমান হিউমনিটরিয়ান এইড এন্ড রিলিফ স্টারের প্রতিনিধি হিসেবে ড. ত্বাহার নেতৃত্বে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ খালেদ আল উসায়মিন, মুহাম্মদ ফাদি আল ফারসানী, মাওলানা মহিউদ্দিন নানুপুরী, ঠাকুরগাঁও জামিরিয়া মাদ্রাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম এবং জামিরিয়া মাজহারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ৩ লিটার তেল ও ১ কেজি লবন।