এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে ১৪ কেজি গাঁজা ২০২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ১ টি মোটরসাইকেল, মোবাইল সেট জব্দ করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে সদর থানা পুলিশ পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ১ টি মোটরসাইকেল, মোবাইল সেট জব্দ করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) উৎপল কুমার রায়ের নেতৃত্বে অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার কুড়িগ্রাম থানা ও সদর ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুস সাকিব সজীব, অন্যান্য অফিসারসহ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও ৩ জনকে আটক করেন। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলম ওরফে হুরকা (২৭), হুরকার বোন মনিকা ওরফে মুন্নি (১৮) ৩/জসীম উদ্দীন ওকে বাবু (৩০) কে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, জব্দ করা হয়। এসময় মোটরসাইকেলের পিছনে একুশে সংবাদের স্টিকার ও একটি ঐ পত্রিকার প্রতিনিধির আইডি কার্ড পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতরা কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ,ডাকাতি ও মাদক মামলা রয়েছে। আটককৃত মাদক কারবারিদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।