এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– ৩০ অক্টোবর শুত্রুবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে শর্তানুযায়ী দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচলনার করার পর চুক্তির মেয়াদ শেষে দোকান ঘর মালিককে ফেরত দিলেও প্রায় অর্ধ বছরেও জামানতের টাকা ফেরত দেয়নি ঘর মালিক। উপরোন্ত ঘর মালিক সংঘবদ্ধ হয়ে ভাড়াটিয়াকে ডাং-মার করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকালে নাগেশ্বরী জিকো সিনেমা হলের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। নাগেশ্বরী থানায় এজাহার দায়ের করা হয়েছে। ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায, বিগত ৩ বছর পূর্বে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জিকো সিনেমা হল সংলগ্ন এরশাদুল হক দিপু, পিতা- সৈয়দ আলী ব্যাপারীর নামীয় দোকান ঘর দলিল শর্তানুযায়ী ১লক্ষ ১২হাজার টাকা জামানাত দিয়ে ভাড়া নিয়ে ‘হোসাইন ট্রেডার্স’ নামক অটো শো-রুমের ব্যবসা পরিচালনা করে আসছিল নাগেশ্বরী মালভাঙ্গা গ্রামের আফর আলীর পুত্র হোসাইন করিম। চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে হোসাইন করিম দোকান ঘর তার মালিককে বুঝে দিয়ে অনত্র ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছে।
শর্ত মোতাবেক দোকান ঘর হস্তান্তরের পর জামানতের টাকা ফেরত চাইলে কালক্ষেপনের এক পর্যায় গত ২৪.১০.২০ইং সন্ধ্যার দিকে ঐ দোকান মালিক সংঘবদ্ধ দল নিয়ে দোকানে হামলা চালিয়ে হোসাইন করিমকে ডাং-মার করে গুরুতর আহত করে। এ সময় দোকান ম্যানেজার আরিফ এগিয়ে এলে তাকেও ডাং-মার করে অটো রিক্সা বিক্রির দেড় লাখ টাকা এবং দোকানের বাইরে থাকা এক বান্ডিল টায়ার নিয়ে তারা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় হোসাইন করিম এর পিতা মো: আফর আলী বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি এজাহার দায়ের করেছে