এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বিজয় স্তম্ভ, শহীদ প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাধারন সম্পাদক আমানুর রহমান খোকন,জেলা বিএনপি, জনস্বাস্থ্য অধিদপ্তর প্রকৌশলী মোঃ সায়হান আলী, জেলা শিক্ষা অফিস, পৌর আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, সহ বিভিন্ন রাজনৈতিক, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।
করোনা ২য় ধাপের মহামারির আশংকায় অন্যান্য কর্মসূচী বন্ধ ছিল। এছাড়া জেলার সকল উপজেলা পর্যায়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।