এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল পালন করা হয়েছে। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওঃ মামুনুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফজলুল করিম কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তি ও বিরোধিতার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, কুড়িগ্রাম এর পক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকুর নেতৃত্বে মানববন্ধন ও একটি প্রতিবাদী মিছিল করা হয়েছে। আজ পহেলা ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর, সভাপতি মাহবুবুর রশীদ তালুকদার স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ভুট্টু, সাধারন সম্পাদক আমানুর রহমান খোকন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছি, আমরা কুড়িগ্রামে ভাস্কর্য নির্মানের মধ্যে দিয়ে এ বিরোধিতা ভেঙে ফেলব।