এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে মাদক বিরোধী পৃথক তিনটি অভিযানে ফেনসিডিল,গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৫ বোতল ফেনসিডিলসহ মোঃ হাছেন আলী (৪৫) কে আটক করে। সে উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত আঃ সামাদের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
অপর দিকে জেলার রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫০( পাঁচশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ বাদশা মিয়া (৪৫), পিতা – মোঃ কবজ আলী, গ্রাম- কোমরভাঙ্গী পুরাতন পাড়া, কে আটক করেছে পুলিশ।
আর একটি অভিযানে জেলার রাজারহাট উপজেলার ছিনাই রোডে বিশেষ টহল ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি চালিয়ে পাইকপাড়া চৌরাস্তা মোড়ে রাত ১১.১৫ ঘটিকায় ১/ আব্দুল আজিজ মিয়া (৪৭) ও ২/বুলু রায় (৩০) ০৩ (তিন) বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয় । এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।