এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি রিমন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম সহ ১১জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২৫ আগষ্ট বুধবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুড় ১২ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ উপদেষ্টা, কুড়িগ্রাম প্রেসক্লাব সাঃসম্পাদক একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি, বিএমএসএফ কুড়িগ্রাম জেলা সভাপতি ও উপ প্রচার সম্পাদক আবু জাফর সোহেল রানা বিএমএসএফ জাতীয় নির্বাহী কমিটি। উপস্থিত ছিলেন গোলাম মাসুদ প্রচার সম্পাদক কুড়িগ্রাম প্রেসক্লাব, রাজারহাট উপজেলা বিএমএসএফ সভাপতি আনিসুর রহমান লিটনসহ স্থানীয় গনমাধ্যমকর্মী গণ কর্মসূচীতে অংশগ্রহন করেন।