এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে জনাব সৈয়দা জান্নাত আরা পুলিশ সুপার, কুড়িগ্রামের সভাপতিত্বে জেলা পুলিশ কুড়িগ্রামমার্চ ২০২১ ইং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে মার্চ মাসে দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদানের জন্য ৬ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন ১।শ্রেষ্ঠ সার্কেল মোঃ সুমন রেজা সিনিয়র সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম।২।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ ইমতিয়াজ কবির
পুলিশ পরিদর্শক নিরস্ত্র অফিসার ইনচার্জ উলিপুর থানা, কুড়িগ্রাম,৩।শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও শ্রেষ্ঠ এসআই মোঃ আহসান সোহেল সৌরভ এস আই নিঃ কুড়িগ্রাম থানা, ৪।শ্রেষ্ঠ এএসআই মোঃ সোহাগ পারভেজ, উলিপুর থানা, কুড়িগ্রাম,৫। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার-মোঃ আবুল কালাম আজাদ টিএসআই সদর ট্রাফিক, কুড়িগ্রাম, ৬। বিশেষ পুরস্কার-কনস্টবল/৭৫৯ মোঃশামীম কিবরিয়া, জেলা গোয়েন্দা শাখা,কুড়িগ্রাম।