জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৫.০৫.২০২৩ সোমবার
কুড়িগ্রামে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইন বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট সহ ৬জনকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশের অভিযানে সোমবার ভোর রাত সাড়ে ৫টায় কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢালুয়াবাড়ি গ্রামস্থ থেকে সাহেবের খাস গ্রামের কুখ্যাত মাদক কারবারি রাশেদুল ইসলাম (৩০), পাইকের ছড়া গ্রামের সবুজ হোসেন ওরফে রিপন (২৩), সাজু মিয়া (২৩), ঢালুয়াবাড়ী গ্রামের মোছাঃ ফুলতি বেগম (৩২) দেরকে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একই দিন দিবাগত রাতে নাগেশ্বরী পৌরসভার শহীদ মিনার সংলগ্ন নাগেশ্বরী থেকে বেরুবাড়ি এলাকা থেকে বোয়ারেরডারা গ্রামের একাধিক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি রাজ্জাকুল (২৬) ও বানিয়া পাড়া গ্রামের ফরিদুল ইসলাম (৩৬) দ্বয়কে ২১ পিস ইয়াবা ও ১.২০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।