এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– ২০ অক্টোবর মঙ্গলবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর হাসান (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা ইন্দ্রাটারী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং নাখারগঞ্জ ক্বাওমি মাদরাসার জামাতে নাহাবে মীর (৮ম) শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান বাড়িতে বিল্ডিং এর কাজ চলছিলো। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে দশটার দিকে ওমর হাসান ওই বিল্ডিং এর দেয়ালে পানি দেয়ার জন্য সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নাগেশ্বরী থানার এস.আই সুভা চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।