এইচ এম বাবুল, কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকা ৫ ও নওগাঁ ৬ এর উপনির্বাচনে ভোট কেন্দ্র দখল করে পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোটচুরি, নির্বাচন কমিশনের সুষ্ঠ নির্বাচন করতে না পারা,সন্ত্রাসী কাযকলাপের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাঁধা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার সকালে কুড়িগ্রাম পুরাতন থানা পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সহসাধারন সম্পাদক মোসলেম উদ্দিন দুলাল,জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সহসাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সাধারন সম্পাদক শিথিল, সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হয়না। তারপরও আমরা বিএনপি নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই সুষ্ঠ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে দিয়ে, মানুষের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা প্রদানের জন্য।