জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে (১৩) রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে গ্রাম্য এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও গত তিনদিনেও অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো ওই যুবক ও তার সাঙ্গপাঙ্গরা ভুক্তভোগী শিক্ষার্থীর বাবাকে পুলিশে দেওয়া অভিযোগ প্রত্যাহারে লাগাতার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীর বাবা। এদিকে ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিরাপত্তায় পুলিশি পাহারাও বসানো হয়েছে। শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পুলিশি পদক্ষেপ নেওয়ার পর থেকেই ভুক্তভোগী পরিবারের ওপর নানা ধরণের হুমকি ও চাপ প্রয়োগ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর বাবা। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে বিভিন্ন নাম্বার দিয়ে আমাক ফোন করে হুমকি দিবার লাগছে। আমি বের হইলে আমার ওপর হামলার হুমকি দেয়, থানা যাবার নিষেধ করে।’ ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবক গ্রেফতার না হওয়ায় সুবিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন তিনি।