এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামে প্রায় বিশ কেজি গাঁজা উদ্ধার সহ দুই জন কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে ডিবি, কুড়িগ্রাম সদর থানার হলোখানা ইউপির সারডোব এলাকায় অভিযান করে আসামি ১। মোঃ সাজর উদ্দিন (৪০), পিতা-মৃত মাছর উদ্দিন, ২)। মোছাঃ আসমা (৩৫), স্বামী-মোঃ আলম উভয় সাং-চর সারডোব, থানা ও জেলা-কুড়িগ্রাম দ্বয়কে ১৯ কেজি ৪০০ গাঁজাসহ আটক করে। নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।