এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধার সহ আটক করা হয়েছে ১ জন কে।
গতকাল কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পলাতক চিন্হিত মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামের নির্মানাধিন ঘরের মাটি খুড়ে বস্তার ভিতর দুই পেটিতে ৭(সাত) কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
অপর অভিযানে গিয়ে নাগেশ্বরী থানা পুলিশ আসামি মোহাম্মদ এরশাদ আলী(৩৪)পিতা-মোঃ হাসমত আলী গ্রাম পশ্চিম রামখানা জুম্মা টারি,-কুড়িগ্রাম কে নাগেশ্বরী থানাধীন নাখারগঞ্জ এলাকায় কাউন্সিল মোড় হইতে ০৫.১০( পাঁচ দশমিক দশগ্রাম) হেরোইনসহ আটক করেছে। উভয় ঘটনায় পৃথক দুটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।