জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৯৬ বোতল ফেনসিডিলসহ আটক-৩ জন।
ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামের মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদের বাড়িতে ৫৮ বোতল ফেন্সিডিল সহ স্ত্রী মোঃ মালা বেগম কে আটক করে পুলিশ। এ সময় নুর মোহাম্মদ কে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।
অপর অভিযান ডিবি_কুড়িগ্রামের একটি দল ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ( ১) মোঃ ময়নুল হক(৩২), (২)মোঃ আইনুল হক(৩০), উভয় পিতা-ছবিল উদ্দিন, সাং-অনন্তপুর ফুলবাড়ী, কুড়িগ্রামদ্বয়কে ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।