এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে ১৮৯ বোতল ফেনসিডিল ও অটো রিকশাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতু গামী রাস্তা আছিয়ার বাজার সংলগ্ন কবিরমামুদ এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশায় তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় যাত্রী বেশে থাকা মাদক ব্যবসায়ীকে আটক ও অটোরিকশা জব্দ করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর বিদ্যাবাগীশ গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র ১। আশরাফুল ইসলাম(২৪) ও আঃ রহমানের পুত্র ২।মোঃ আনোয়ার হোসেন(৪২)।
অপর দিকে কুড়িগ্রামের রৌমারী থানা অভিযান চালিয়ে মোঃ মতিউর রহমান মোহন বাদশা(৩৪), পিতাঃ আঃ রশিদ, গ্রাম- যাদুরচর চাক্তাবাড়ী, ৩৯ বোতল ফেনসিডিল সহ আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।