এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে হিরোইন,ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার
কুড়িগ্রাম সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ভেলাকোপা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে আশরাফুল ইসলাম(২৮) কে ১ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির নগদ ১৩০০ টাকাসহ আটক করেছে পুলিশ।
অপরদিকে রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত শাহ জামালের স্ত্রী মোছাঃ নমিনা বেওয়া (৫০) কে১০০ পিচ ইয়াবাসহ আটক করেছে। আটককৃত মহিলার বাড়ি রৌমারী উপজেলার নতুন শৌলমারী। উভয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।