এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গতকাল রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মাঠে রজপাড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদুল দুলুর (৫০) বাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ বাড়ির মালিক কে আটক করে থানায় নিয়ে আসে। গাঁজার পরিমাণ ৫ কেজি ২০০ গ্রাম। ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।