এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– গতকাল ২৬ অক্টোবর ২০২০ ইং সোমবার কুড়িগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও ২৩৫ পিচ ইয়াবা উদ্ধার সহ আটক হয়েছেন ২ জন।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়গন্জ অটোস্ট্যাণ্ডে মাদক উদ্ধারে গেলে খবর পেয়ে আসামিরা পালিয়ে যায়, এ সময় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা জব্দ করেছে পুলিশ। অপর দিকে জেলার
রাজীবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবেরডাঙ্গী মোড়স্হ ইউসুফ চাতালের সামনে ২৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শিবেরডাঙ্গী গ্রামের মোঃ বারেক আলীর পুত্র ফুলমিয়া (৪৫) ও মোঃ আব্দুল হাই এর পুত্র মোঃ রাশেদুল ইসলাম(৩২) কে আটক করেছে । উভয় থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ।