জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৮ এপ্রিল বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে দোকানের গ্লাস পা দিয়ে লাথি মেরে ভেঙে ফেলতে গিয়ে পা কেটে তাজুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নেওয়াশী বাজারে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে নেওয়াশী বাজারে তাজুল ইসলামের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের সঙ্গে একই ইউনিয়নের খন্দকার পাড়ার ইব্রাহিম আলীর ছেলে আবু তালেবের (৩৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। ঝগড়া থামাতে স্থানীয় লোকজন আবু তালেবকে আল-আমিন নামে একটি ফার্নিচারের দোকানে ঢুকিয়ে দেয়। হাতাহাতির খবর পেয়ে তাজুল ইসলাম ঘটনাস্থলে এসে আবু তালেবের সঙ্গে তর্ক -বিতর্কে লিপ্ত হয়। এরই এক পর্যায়ে লাথি মেরে দোকানের গ্লাস ভেঙ্গে ফেলে ওই সময় তার পা কেটে যায়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তাজুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যেই তাজুল ইসলামের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান
জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।
।