এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি খালের পানিতে ডুবে শামীম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শামীম যাত্রাপুর ইউনিয়নের গারুহাড়া গ্রামের মো. আশরাফের ছেলে। রোববার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি খালে ডুবে শিশুটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শামীম বাড়িতে খেলতে খেলতে পরিবারের অন্যান্য সদস্যদের অজান্তেই পার্শ্ববর্তী একটি খালে ডুবে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বাড়ির পাশের খালে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
যাত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য মঈনুদ্দিন ভোলা বলেন, বাড়ির পাশের খালে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশু শামীমের মৃত্যু হয়েছে।