এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:: ৮অক্টোবর ২০২০ ইং
কুড়িগ্রামে পানিতে ডুবে ৬ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। কচাকাটা থানার সুবলপাড় ছড়ায় এ ঘটনা ঘটে।
সমবয়সি ওই দুই শিশু কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়ার নায় বিশ্বাসের ছেলে নুকুল বিশ্বাস ও পচারু বিশ্বসের ছেলে সুমন বিশ্বাস।
মৃত্যু দুই শিশুর স্বজনরা জানান, আজ (বৃহস্পতিবার) ১১টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশের সুবলপাড় ছড়ায় গোসল করতে নামে এবং গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না মেলায় স্বজনরা পানিতে খুজতে থাকে।
দীর্ঘ আড়াই ঘন্টা পর তাদের দুজনের মরদেহ পানি থেকে উদ্ধার করে স্বজনরা। কচাকাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
Leave a Reply