এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে জেলা সদরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ‘পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্র’টি ৬মাস মেয়াদি কার্ডের মাধ্যমে জেলায় দরিদ্র ও হতদরিদ্রদের চিকিৎসা সেবা নিশ্চিত করে সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসা সেবায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া প্রতিষ্ঠানটি জেলার ৯ উপজেলায় শাখা স্থাপন করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউএনও, টিএসও, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানদের লিখিতভাবে অবহিত করেছে।
কুড়িগ্রামে পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের ৯ উপজেলায় শাখা স্থাপনের উদ্যোগ
জানা যায়, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে যোগাযো রেখে ব্যাক্তি উদ্যোগে ২০১৯ সালে ‘পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্র’ প্রতিষ্ঠিত করেন কুড়িগ্রাম নাজিরা ব্যাপারী পাড়ার মো: আব্দুল আহাদের পুত্র শহিদুল ইসলাম শিমুল। সেবা কেন্দ্রটি চলতি করোনা ভাইরাস মহামারীতেও বন্ধ না রেখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে গেছেন। সেবা গ্রহীতা অনেকে জানান, পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে অল্প খরচে এবং কোন প্রকার হয়রানি ছাড়াই আমরা দীর্ঘ হতে চিকিৎসা সেবা পাচ্ছি।
প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম শিমুল বলেন, পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবা বেগবান করতে প্রতিটি উপজেলায় দ্রুত শাখা স্থাপন করা হবে। সকলের সহযোগীতা কামনা করছি।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান বলেন, সদর হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্র চিকিৎসা সেবায় ব্যাপক ভুমিকা রাখছে।