এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ জন ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী (১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ মিঃলিঃ তেল, ৫০০ গ্রাম লবণ ও ৩ কেজি আলু) বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর, প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।