এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীসহ ৬ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জিয়ন অটো রাইচ মিলস্ এর সামনে ফুলবাড়ী-নেওয়াশী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,পূর্ব ধনিরাম গ্রামের রিক্সা চালক রফিকুল ইসলাম (৫০) বড়লই গ্রামের অটোবাইক চালক আব্দুল খালেক (৪৫) সোনাইকাজী গ্রামের যাত্রী গোলাম রব্বানী (৪২) বড়লই গ্রামের সেকেন্দার আলী (৫২) একই গ্রামের জালাল মিয়া (২৭) ও অজ্ঞাত নামা এক নারী । তাদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে
প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুরে ওই রাইচ মিলের ভিতর থেকে মাল বোঝাই একটি ট্রাক পিছন দিক দিয়ে হঠাৎ রাস্তায় উঠে এসে ফুলবাড়ী গামী একটি ব্যাটারী চালিত রিক্সা ও একটি যাত্রীবাহি অটোবাইককে ধাক্কা দেয়। এতে রিক্সাটি দুমরে মুচরে যায় এবং অটোবাইকটি ছিটকে গিয়ে রাস্তার নীচে পড়ে চালকসহ ৬ জন আহত হন। আহতদের মধ্যে রফিকুল, সেকেন্দার, খালেক ও গোলাম রব্বানীর অবস্থা আশংকা জনক।