এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কিশোর-কিশোরীদের বিপথগামী পথ-মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো ক্ষতিগ্রস্ত বিপথগামী কার্যকলাপ থেকে ফিরিয়ে আনার কাজ করছে কিশোর-কিশোরী ক্লাব। এসব ক্লাবে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ প্রকল্পের নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংগীত ও আবৃতি বিষয়কওি পাঠদানে কুড়িগ্রামে কিশোর-কিশোরীরা পাচ্ছে প্রেরণা। করোনাকালীন সময়ে এসব ক্লাব বন্ধ থাকে। এরপর ফেব্রুয়ারি মাস আবার পাঠদান শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নে আবার একযোগে কিশোর-কিশোরী ক্লাব গুলো খোলার কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য বিধি মেনে নাস্তা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মাধ্যমে ক্লাব গুলোর পাঠদান শুরু করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন পূর্ব অনুষ্ঠানে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিশোর-কিশোরীদের মাঝে সচেতনতামূলক আলোচনা করেন নাস্তা ও মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী আর্জিনা বেগম, উপজেলা জেন্ডার প্রমোটর তিতাস চন্দ্র রায়, আবৃতি শিক্ষক-শিক্ষার্থীরা। উল্লেখ্য,কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের ভালো কাজের প্রেরণাদানে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত ও আবৃতি শিক্ষকরা নিরলস ভাবে কাজ করে গেলেও মার্চ ০২০ খ্রিঃ থেকে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত ও আবৃতি শিক্ষকরা বেতন ভাতা বঞ্চিত হয়ে কষ্টে দিনাতিপাত করছে। করোনাকালীণ সময়ে সরকারি বিভিন্ন প্রনোদনা আসলেও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত ও আবৃতি শিক্ষকরা কোনো প্রনোদোনা পায়নি। বরং এই করোনা কালে শিক্ষকরা তাদের প্রাপ্য বেতন-ভাতা বঞ্চিত হয়ে আছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সু-নজরে দেখবেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা করছেন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত ও আবৃতি শিক্ষকরা।