জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৈয়ব আলী (৪৫) ও হাকিম উদ্দিন (৫৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নিহত তৈয়ব আলীর স্ত্রী। শুক্রবার (২৮ মে) দুপুরে নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক মেরামতের কাজ করতে ছিলেন তারা। হঠাৎ বিদ্যুৎ আসলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।