এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের রাজিবপুরে ১৯০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল কুড়িগ্রাম জেলার রাজিবপুরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুইসগেট এলাকায় ( চেকপোস্ট) অভিযান চালিয়ে ১৯০(একশত নব্বই) পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৯৫০০(নয় হাজার পাঁচশত) টাকা সহ মাদক ব্যবসায়ী মোঃ আলম মিঞা (৩৩) কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর পিতা-মৃত আব্দুস সোবাহান, সাং-গয়ে র ডোবা, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।