এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩টি ইউনিয়নে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে ৩নং বন্দবেড় ইউনিয়নের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৫১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে ৫ হাজার ৪১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অপর দিকে ১ নং দাত ভাংগা ইউনিয়নে রেজাউল করিম মাষ্টার আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হোসেন স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতীক নিয়ে ৩ হাজার ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এবং ৬ নং চর শোউলমারী ইউনিয়নে সাইদুর রহমান দুলাল স্বতন্ত্র ঢোল প্রতীক ৫ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ৪২২৬ ভোট পেয়েছেন।