এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান চলছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ আড়াই কেজি গাঁজাসহ মা মেয়েকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার নাগেশ্বরী থানা পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে কলেজ মোড়ে অটোরিক্সায় অভিযানে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার মেয়ে আশা বেগম(২৫) কে আটক করেছে পুলিশ।
আটককৃত সোনাভান বেগম পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর কলাবাগান এলাকার দুলাল মিয়ার স্ত্রী।
আটক দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।