এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দিবে পাড়ি’। কুড়িগ্রাম জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি হলরুমে বুধবার উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ আহসান হাবীব নীলু, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, অধক্ষ্য রাশেদুজ্জামান বাবু সহ অনেকে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ১০ জন জয়িতা জেলা সদর পর্যায়ে ১. অর্থৈনতিক সাফল্য অর্জনকারী- হলোখানার ইউপুর মোছাঃ ছালমা বেগম, পিতা- ছালাম মিয়া, ২. শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী- কাঁঠালবাড়ী ইউপির কানিজ ফাতেমা, ৩. সফল জননী- কাঁঠালবাড়ী ইউপির মোছাঃ সাহিদা বেগম, পিতা- মৃত আলী হোসেন, ৪. বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী- কাঁঠালবাড়ী ইউপির মোছাঃ মিরা বেগম, পিতা- মজিবর ও ৫. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী- মোছাঃ রওশন আরা বেগম এবং উপজেলা পর্যায়ে ৬. অর্থনৈতিক সাফল্য অর্জনকারী- উলিপুর উপজেলার লাভলী বেগম, স্বামী টুকু বকসী, ৭. শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী- রাজারহাট উপজেলার রাশিদা সুলতানা, পিতা রেয়াচত আলী, ৮. সফল জননী- চিলমারীর খালেদা শওকত, স্বামী শওকত আলী সরকার বীর বিক্রম, ৯. বিভীষিকা মুছে ফেলা নারী- ফুলবাড়ী উপজেলার মোছাঃ সুরমা বেগম, ১০. সমাজ উন্নয়নে অবদানকারী রাজারহাট উপজেলার মোছাঃ রওশন আরা বেগম, পিতা- মৃত কেছমত ব্যাপারী’কে সম্মাননা দেয়া হয়।