এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সাতকুড়ার পাড় বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৮ই এপ্রিল) রাত ১টার দিকে সাতকুড়ার পাড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
মোগলবাসা ইউনিয়ন পরিষদের( ইউপি) চেয়ারম্যান মোঃ বাবলু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রথমে আবজাল পিয়নের মুদির দোকানে বৈদ্যুতিক তারে আগুন লাগে। পরে সেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এই সময় বৈশাখী বাতাসের উপস্থিতি থাকায় আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে। ফলে পার্শ্ববর্তী দোকানদার শামছুল আলম (টাইলসের দোকান), নুর আলম(কাপড়ের দোকান), হোসেন আলী (সারের দোকান), শাহীন আলমের হোটেল সহ ডাঃ রফিকুল ইসলামের ওষুধের ফার্মেসী আগুনে পুড়ে যায়।
মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,বৈদ্যুতিক শট সার্কিটের কারনে দোকানগুলোতে আগুন লাগে। পাশাপাশি দোকানগুলো টিন শেডের হওয়ায় সহজে অনান্য দোকানগুলোতে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।আগুনে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন রায় জানান,সংবাদ দেরিতে পাওয়ায় আমরা দ্রুত পৌছানোর আগেই দোকানপাটগুলো আগুনে ভষ্ষিভূত হয়।