এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের ফুলবাড়ীতে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণকারীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তার কার্যালয়ে আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা করেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার রামরামসেন গ্রামের খোকা মামুদের ছেলে বালু ব্যবসায়ী সাইফুর রহমান (৩৫) অবৈধভাবে বালু উত্তোলন করছেন এমন সংবাদে সেখানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেশিন ফেলে পালিয়ে যান বালু উত্তোলনকারীরা। এসময় ঘটনাস্থল থেকে মেশিন ও পাইপ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির হলে উক্ত জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।